চাঁদপুরে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৯
প্রকাশিতঃ ২৮ আগস্ট, ২০১৬
চাঁদপুর প্রতিনিধি/চাঁদপুরে জেলা পুলিশের অভিযানে দেশিয় অস্ত্র উদ্বার, মাদক জব্দ ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জনকে আটক করা হয়েছে। ২৭ আগস্ট শনিবার শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, শিবির কর্মী মজিবুর রহমান (২০), ইব্রাহীম খলিল (২৪) ও আবু আল জাবেদ হেলাল (২১),বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ গাজী, সুজন, মনির হোসেন, মোহন গাজী, সুমন মিয়া (২৯) ও মনির হোসেন (২৭)।
এদের মধ্যে সুমন মিয়ার কাছ থেকে এক কেজি গাঁজা, আর মনিরের কাছ থেকে দশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও পুলিশের অভিযান চলার সময় পুরান বাজারের মমিনবাগ এলাকার পরিত্যক্ত স্থান থেকে ব্যাগভর্তি ১১টি রামদা, ১টি চায়নিজ কুড়াল ও ২টি জিআই পাইপ উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়ালি উল্যাহ জানান, পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে অভিযান চালানো হয়। আটকদের জেল হাজতে পাঠানো হবে।