কেঁচো খুড়তে বেড়িয়ে আসে সাপ, কন্যা শিশুকে হত্যা করলো আপন বাবা-মা !
প্রকাশিতঃ ২৮ আগস্ট, ২০১৬
স্টাফ করেসপন্ডেন্ট- নীলফামারী জেলার ডিমলায় চার বছরের কন্যা শিশুকে হত্যার দায়ে ঘাতক বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ডিমলার দক্ষিণ বালাপাড়া গ্রামের বাবা ইনসান আলী ও মা মতিজান বেগম। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
গত ২৫ আগষ্ট ডিমলা থানায় দায়ের করা মামলায় নিহতের বাবা ইনসান আলী (৪৮) অভিযোগ করে বলেন, ২৪আগষ্ট সকাল থেকে তার মেয়ে সুকুমনিকে (৪) খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর রাত ১০দিকে বাড়ির পাশে একটি বাঁশঝড় থেকে তার মৃত্যুদেহ উদ্ধার করা হয়। তার এ অভিযোগ আমলে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে কেঁচো খুড়তে বেড়িয়ে আসে সাপ।
ডিমলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, তদন্ত করতে গিয়ে পাওয়া যায় সুকুমনির হত্যাকারী তার বাবা ও মা। অথচ এই বাবাই তার মেয়ের হত্যার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, তদন্তে জানা গেছে ঘটনার দিন সকালে সুকুমনির সাথে দুই বছর বয়সী ছোট ভাই ইয়াসিন আলীর ঝগড়া বাঁধে। এ সময় তার মা মতিজান বেগম ক্ষিপ্ত হয়ে সুকুমনির গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। পরে বাবা মা দু’জন মিলে সুকুমনির গলা কেটে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখে। আবার রাতেই তারাই মরদেহ উদ্ধার দেখিয়ে থানায় অভিযোগ করেন।