মানসিক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ • আটক দুই
প্রকাশিতঃ ২৬ আগস্ট, ২০১৬
নীলফামারী প্রতিনিধি– নীলফামারী জেলার ডিমলায় মানসিক ও বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে আশরাফ আলী (৩২) ও একই এলাকার সাখওয়াত হোসেনের ছেলে ফুল চাঁদ (৪২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দোহলপাড়া বাজারে ২৩ বছরের বাকপ্রতিবন্ধী এক তরুনীকে ধর্ষণ করে আশরাফ আলী ও ফুল চাঁদ। এসময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সংবাদ দেয়। এ ব্যাপারে ওই দুইজনকে আসামি করে খগাখড়িবাড়ী ইউনিয়নের দফাদার আব্দুল লতিফ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, গত ৩দিন থেকে বাক প্রতিবন্ধী ওই তরুণী এলাকার দোহলপাড়া বাজারে অবস্থান করেছিল। ধর্ষণের সময় ওই তরুণীর চিৎকারে এলাকার লোকজন এসে তাদের আটক করে পুলিশে দেয়।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুইজনের নামে মামলা হয়েছে।