মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে অস্ত্রের মুখে ৩ গ্রামপুলিশকে অপহরণ

প্রকাশিতঃ ২৫ আগস্ট, ২০১৬  

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রের মুখে তিন গ্রামপুলিশকে তুলে নিয়ে গেছে দস্যুররা। বৃহস্পতিবার সকালে হাতিয়া-রামগতির সীমানা এলাকায় থেকে তাদের তুলে নিয়ে যায় দস্যুরা। তারা হলেন- হরনি ইউনিয়নের সোলেমান বাজার গ্রামের আলমগীর হোসেন (২৫), শরীয়তপুর গ্রামের আব্দুজ জাহের (২৮) ও কাজিরটেক গ্রামের সাগর (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামপুলিশরা গতকাল এক দস্যুকে আটক করে থানায় নিয়ে আসে। এ কারণে তারা ক্ষুব্ধ ছিল। সে ক্ষোভ থেকে গ্রামপুলিশরা নোটিশ নিয়ে বৃহস্পতিবার মোটরসাইকেলে পাশের গ্রামে যাওয়ার সময় মাইনুদ্দিন বাজার সংলগ্ন এলাকা থেকে চরগাছিয়া ইউনিয়নের দস্যুরা অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়।
Kate-Winslet-Titanic-21হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে সিনিয়র অফিসাররা লক্ষ্মীপুরের সিনিয়র অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করছি, শিগগিরই তাদের উদ্ধার করা সম্ভব হবে।