হবিগঞ্জ মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
প্রকাশিতঃ ২৪ আগস্ট, ২০১৬
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে ভাবি-ভাতিজিসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন জানান।
নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪৫), তার মেয়ে শারমিন আক্তার (৩০) এবং তাদের প্রতিবেশী শিমুল মিয়া (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোক্তাদির সোনারবাংলা৭১.কমকে বলেন, “বিদেশ যাওয়া নিয়ে বিবাদের জেরে রাতে ভাবি জাহানারা ও ভাতিজি শারমিনকে কুপিয়ে হত্যা করে দেবর আবু তাহের। এ ঘটনা দেখে ফেলায় প্রতিবেশী শিমুলকেও হত্যা করে তাহের।”
পরে তাহের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।