মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

প্রকাশিতঃ ২৪ আগস্ট, ২০১৬  

নেত্রকোনা প্রতিনিধি :দীর্ঘদিন ধরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে নেত্রকোনায় রনি মোল্লা (২৩) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সে জেলা শহরের বারহাট্টা রোডের তনু মোল্লার ছেলে।
আজ বুধবার বিকেলে শহরের মোক্তারপাড়া এলাকায় দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, রনি মোল্লা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই শহরের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে উত্যক্ত করত।
30492-218x150আজ দুপুরে মেয়েটি বাড়ি ফেরার পথে রনি তার পথরোধ করে উত্যক্ত করতে থাকে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেন। পুলিশ বেলা ৩টার দিকে রনিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।