মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গার মাদ্রাসাছাত্রী দুই বোন ২৮ দিন পর উদ্ধার

প্রকাশিতঃ ২৪ আগস্ট, ২০১৬  

চুয়াডাঙ্গা প্রতিনিধি/চুয়াডাঙ্গার মাদ্রাসাছাত্রী দুই বোনকে নিখোঁজের ২৮ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক হয়েছে তিনজন।
প্রেমের সম্পর্ক গড়ে ঢাকায় নিয়ে ১৪-১৫ বছর বয়সী এই দুই মামাত-ফুফাত বোনকে যৌনকর্মীর কাজে বাধ্য করা হত বলে অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দুই বোনকে উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন দর্শনার মোবারকপাড়ার লিটনের স্ত্রী লাবণী ওরফে আয়সা ওরফে আলেয়া (৪৫), আজমপুরের ভাড়া বাসায় বসবাসরত আশরাফ আলীর ছেলে মোহাম্মদ রানা (৩০) ও হঠাৎপাড়ার আমির হোসেনের ছেলে মামুন হোসেন (২৮)।
ওসি দুই বোনের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, রানা ও মামুন তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
“গত ২৭ জুলাই রাত ৮টার দিকে তারা দুই বোনকে ঢাকার সাভারে ওভার ব্রিজের সামনে লাবণীর বাসায় নিয়ে যান। সেখানে লাবণী তাদের দিয়ে যৌনকর্মীর কাজ করান। রাজি না হলে শারীরিক নির্যাতন করা হত।”
পরে মোবাইল ফোন ট্রাক করে দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক full_984509584_1451949494_123627 রাত দেড়টার দিকে দুই বোনকে উদ্ধার ও লাবণীকে আটক করেন বলে ওসি জানান।
তিনি বলেন, পরে মঙ্গলবার বিকেলে দর্শনা থেকে রানা ও মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।
“লাবণী মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত। ঘটনার সঙ্গে জড়িত আরও পাঁচ মাদক বিক্রেতাকে খুঁজছে পুলিশ।”