বিয়ের রাতে নফল নামাজ পড়া কি কুসংস্কার?
প্রকাশিতঃ ২৩ আগস্ট, ২০১৬
আমাদের দেশে বিয়ের রাতে স্বামী-স্ত্রী দুই রাকাত নফল নামাজ পড়েন এবং স্বামী স্ত্রীর কপালে হাত রেখে একটা দোয়া পড়ে থাকেন। এগুলো কি কুসংস্কার?
উত্তর : না। এটি কুসংস্কার হবে কেন? এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসুল (সা.) হাদিসের মধ্যে বলেছেন যে, দোয়া পড়বে, দুই রাকাত নফল নামাজ পড়বে এবং নিজেদের বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করবে। সুতরাং এটি কুসংস্কার হওয়ার কোনো কারণই নেই। এটি একেবারে সহিহ ও সুস্পষ্ট হাদিস।