অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার : নারীসহ আটক ৩
প্রকাশিতঃ ২৩ আগস্ট, ২০১৬
ফেনী প্রতিনিধি :জেলার দাগনভূইয়া উপজেলায় অপহরণের ছয় ঘণ্টা পর তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার এলিনকে (৯) উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের কাজী হাবিব উল্যার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- সিলোনিয়া মনু বেপারি বাড়ির আবদুল বারেকের ছেলে আবদুর রাজ্জাক (৩২), তাজনাহার বেগম (১৬) ও গজারিয়া গ্রামের হাবিব উল্যা বাড়ির আলী আহাম্মদের ছেলে নাজিম উদ্দিন (২৫)।
অপহৃতা সিলোনিয়া ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। সে উত্তর জায়লস্কর গ্রামের সফি ভেন্ডার বাড়ির প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলোনিয়া বাজারে ক্যাডেট মাদ্রাসাসংলগ্ন এলাকা থেকে অপহরণকারীরা তাকে সিএনজিযোগে তুলে নিয়ে যায়।
দাগনভূইয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ফারজানাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, আসামি আবদুর রাজ্জাক একজন সিএনজি চালক। সে অপহৃত মেয়েটিকে মাসিক ভাড়ার ভিত্তিতে বাড়ি থেকে সিলোনিয়া মাদ্রাসায় আনা-নেওয়া করত। মঙ্গলবার সকালে সে তার বোন তাজনাহারকে দিয়ে কৌশলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।