মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাদারগঞ্জে প্রতিবন্ধীকে গণধর্ষণ

প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০১৬  

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক তরুণী (২০) গণধর্ষণের শিকার হয়েছেন।comilla_135834
সোমবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চরনগর এলাকার এক দিনমজুরের ওই প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে মিতালী বাজারে নিয়ে যায় এলাকার বখাটে কাফি, আব্দুর রহিম, সুবল, মাঞ্জু মিয়া ও সুমন।
পরে মিতালী বাজারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে মেয়েটিকে গণধর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয়রা বখাটেদের পালিয়ে যেতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুণ অর রশীদ জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও মামলার প্রস্তুতি চলছে।