মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ায় শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০১৬  

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত মোহাম্মদ আলী (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কুশমাইল ইউনিয়নের চক রাধাকানাই গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, মোহাম্মদ আলী শিশুটিকে ফুসলিয়ে তার ঘরের ভেতর নিয়ে লালসা চরিতার্থ করার চেষ্টা চালায়। তখন শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
index-3-218x150পরে শিশুটির মা রেশমা সুলতানা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।