ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত
প্রকাশিতঃ ১৪ আগস্ট, ২০১৬
ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দুধসর গ্রামের আবাসন প্রকল্পের সামনে এ ঘটনা ঘটে ।এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, দুটি গুলি, পাঁচটি ককটেল, পাঁচটি রামদা ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী বলেন, ভোরে দুধসর গ্রামের আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুপক্ষের মধ্যে ১০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাত সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।