বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

প্রকাশিতঃ ১৪ আগস্ট, ২০১৬  

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দুধসর গ্রামের আবাসন প্রকল্পের সামনে এ ঘটনা ঘটে ।এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, দুটি গুলি, পাঁচটি ককটেল, পাঁচটি রামদা ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী বলেন, ভোরে দুধসর গ্রামের আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুপক্ষের মধ্যে ১০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাত সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
fair-bonduk20160218045713তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।