নিখোঁজের ১২ দিন পর কৃষকের লাশ উদ্ধার
প্রকাশিতঃ ০১ আগস্ট, ২০১৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি: কুষ্টিয়ার বলরামপুর গ্রাম থেকে নিখোঁজের ১২ দিন পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে কৃষক তৌফিক হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার যমুনার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তৌফিক হাসান কুষ্টিয়ার ইবি থানার বলরামপুর গ্রামের মৃত দারুল ইসলামের ছেলে নিহতের পরিবারের দাবি, গত ১৮ জুলাই রাতে নিহত তৌফিক হাসানকে কে বা কারা কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে বাসা থেকে ডেকে নিয়ৈ যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এর ১২ দিন পরই উদ্ধার হলো তার লাশ।
স্থানীয়রা জানায়, যমুনার মাঠে কৃষকরা তৌফিকের লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, কি কারণে এ হত্যাকা- তা খতিয়ে দেখা হচ্ছে।