মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০১৬  

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃক্ষমেলা প্রাঙ্গন থেকে সজীব (১৪) নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে।
নিখোঁজ সজীবের গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলা সদরের ব্রিজপাড়ায়। তার পিতার নাম মৃত হাবিবুর রহমান। সে চুয়াডাঙ্গা সরকারি ভিজে হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় নিখোঁজ ছাত্র সজীবের নানা আব্দুল হামিদ শনিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
এ দিকে একমাত্র পুত্রকে হারিয়ে সজীবের মা অসুস্থ্য হয়ে পাড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও সজীবের বোন সোনিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় সে মেলা দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে রাত সাড়ে ১০ টার দিকে মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা যায়,তার ব্যবহৃত বাইসাইকেলটি মেলার মাঠের পাশেই উপজেলা নির্বাচন অফিসের সামনে পড়ে আছে। তার সন্ধান চেয়ে মেলার মাঠের মাইকে ঘোষণাও দেয়া হয়।
সজীবের বোন সোনিয়া আরো জানান-গত নভেম্বর মাসে তার মায়ের মোবাইলে একটি নম্বর থেকে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ম্যাসেজ পাঠায়। ম্যাসেজে লেখা ছিল যদি টাকা না দিস তবে তোর একমাত্র ছেলেকে অপহরণ করে হত্যা করা হবে।
nilfamari_135796দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ জানান, মেলাপ্রাঙ্গন থেকে ছাত্র সজীবকে খুজে পাওয়া যাচ্ছে না বিষয়টি জানার পর রাতেই বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া হয়। সর্বশেষ তার ব্যবহৃত মোবাইলফোন ট্রাকিং চলছে। তাকে উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যহত রাখা হয়েছে বলেও তিনি জানান।