চুয়াডাঙ্গায় অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার: গ্রেফতার ২
প্রকাশিতঃ ২৮ জুলাই, ২০১৬
জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীপুর থেকে অপহৃত মাদরাসা ছাত্রী কনা খাতুনকে (১৩) উদ্ধার করেছে পুলিশ।
এক সপ্তাহ পর গতকাল বুধবার দিবাগত রাত ১ টার দিকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফারুক হোসেন (২২) ও চান্দু মিয়া (৪০) কে গ্রেফতার করে ।
উদ্ধারকৃত কনা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আব্দুল করিমের মেয়ে। সে নতিডাঙ্গা দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অপহৃতের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দুপুর ২টার দিকে স্থানীয় মুন্সীগঞ্জ বাজার থেকে কনা খাতুনকে জোর পূর্বক একই উপজেলার ফুলবগাদী গ্রামের হারুন মন্ডলের ছেলে ফারুক হোসেন ও নতিডাঙ্গা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে চান্দু মিয়া অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরের দিন কনার বাবা আব্দুল করিম বাদী হয়ে ফারুকের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ বুধবার রাতে চান্দু মিয়ার বাড়ি থেকে কনা কে উদ্ধার এবং ফারুক হোসেন ও চান্দু মিয়াকে গ্রেফতার করে।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান- ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।