মঠবাড়িয়ায় চেয়ারম্যান-মেয়রের বিরোধ, সংঘর্ষে নিহত ১
প্রকাশিতঃ ২৫ জুলাই, ২০১৬
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে লিটন পণ্ডিত (৩২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ সোমবার বিকাল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ও মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদাউসের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। তারা দুজনই আওয়ামী লীগ নেতা। আজ সকালে উপজেলার গুদিঘাটা আওয়ামী লীগ নাজমুল আহসান ওরফে টুকুকে (৫০) হাতুড়িপেটা করে একই এলাকার কয়েকজন ব্যক্তি। নাজমুল আহসান রফিউদ্দিনের অনুসারী। অপর দিকে হামলাকারীরা আশরাফুর রহমানের অনুসারী বলে পরিচিত। নাজমুলের আহত হওয়ার খবর পেয়ে রফিউদ্দিনের সমর্থকেরা গুদিঘাটা এলাকায় মহড়া দিয়ে আশরাফুলের সমর্থক আল আমিন (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেন। এ ঘটনা নিয়ে দুপুর থেকে আওয়ামী লীগের দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরে মহড়া দিতে থাকে। বিকাল পাঁচটার দিকে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি বলে জানান ওসি।