মাজারযাত্রায় ট্রলারডুবি, ৮ জনের মৃত্যু
প্রকাশিতঃ ২৩ জুলাই, ২০১৬
নরসিংদী : গনি শাহর মাজারে যাওয়ার সময় জেলার রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবিতে মারা গেছেন ৮ যাত্রী। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০ জন।
শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, উপজেলার শিবপুর ব্রিজের গোড়া থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহর মাজারে যাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। কিছুদুর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন ডুবে যায়। পরে আটজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চালানোর জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে