গুলশান হামলা জড়িত সন্দেহে নারী আটক
প্রকাশিতঃ ২২ জুলাই, ২০১৬
নিউজ ডেস্ক| রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্ট হামলার ঘটনায় জড়িত সন্দেহে রুমা আক্তার নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরকুকরি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক করার পর তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানায়, জঙ্গি হামলার ঘটনায় রুমা জড়িত থাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৯ জুলাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হলি আর্টিসানের বাইরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। ফুটেজে ঘটনার রাতে সন্দেহজনকভাবে চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। যাদের একজন নারীও ছিলেন। আটক করা রুমা আক্তারই ভিডিও ফুটেজের সেই নারী বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
নরসিংদী পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম জানান, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রুমা আক্তারকে তার বাড়ি থেকে আটক করেছে। এ অভিযানে নরসিংদী জেলা পুলিশ সম্পৃক্ত ছিল না। তাই কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তাও এখনো পরিষ্কার নয়।
১ জুলাই গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এছাড়া জঙ্গিদের গ্রেনেডে দুই পুলিশ নিহত হয়।