মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বোমা ফাটিয়ে গয়নার দোকানে ডাকাতি

প্রকাশিতঃ ২০ জুলাই, ২০১৬  

স্টাফরিপোর্টারঃ download-1ফরিদপুর শহরে হাতবোমা ফাটিয়ে এক গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার রাত সোয়া ৮টার শহরের নীলটুলি স্বর্ণকার পট্টিতে মেঘনা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান।
তিনি বলেন, খবর পেয়ে টহল পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত হাতবোমা পেয়েছে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে বলে জানান তিনি।
মেঘনা জুয়েলার্সেরর ম্যানেজার মনোজ কর্মকার বলেন, ৫/৭ জনের একটি দল এসে অস্ত্রের মুখে সবাইকে জিম্মিকরে দোকানে থাকা ২০০ ভরি স্বর্ণ লুটে হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।