চুয়াডাঙ্গায় মাদকসহ স্বামী-স্ত্রী আটক
প্রকাশিতঃ ২০ জুলাই, ২০১৬
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার বুজরুপগড়গড়ী পাড়া থেকে ৭৫০ পিচ ইয়াবা, ৩’শ গ্রাম হেরোইন ও নগদ ২৫ হাজার ৮’শ টাকাসহ বাবুল হোসেন (৫৫) ও তার স্ত্রী শিপরা খাতুন (৫০) কে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বুজরুপগড়গড়ী পাড়াস্থ নিজ বাড়ী থেকে আটক করা হয়।
আটককৃত বাবুল হোসেন উপজেলার বুজরুপগড়গড়ী পাড়ার মৃত আবু হোসেনের ছেলে। উদ্ধারকৃত মাদকের মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই. আমির আব্বাস ও এস.আই. ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুজরুপগড়গড়ী পাড়ার বাবুল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রী শিপরা খাতুনকে আটক করে। বাড়ী তল্লাশী করে ৭৫০ পিচ ইয়াবা, ৩’শ গ্রাম হেরোইন ও নগদ ২৫ হাজার ৮’শ টাকা উদ্ধার করে।
এস.আই. আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবুল হোসেন ও তার স্ত্রী শিপরা খাতুন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলেও তিনি জানান।