পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত ১
প্রকাশিতঃ ১৮ জুলাই, ২০১৬
জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ফুল মিয়া খান (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
নিহত ফুল মিয়ার ইকড়ি গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে।
আহতরা হলেন- এমাদুল হক খান (৪৫), মোঃ শাহজাহান খান (৫০) ও আব্দুল জলিল মুন্সী (৪২)। রোববার রাত ৯টার দিকে উপজেলার ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ফুল মিয়া খান, এমাদুল হক খান, শাহজাহান খান ও আব্দুল জলিল মুন্সী বাড়ির অদুরে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ইকড়ি বাস স্ট্যান্ডে নিজ নিজ কাজ শেষে পায়ে হেটে চারজন এক সাথে বাড়ি ফিরছিলেন। তাদের বাড়ির নিকটে আকন বাড়ির পোলের কাছাকাছি গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৬/৭ জনের একটি দুর্বৃত্ত দল তাদের গতিরোধ করে ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফুল মিয়া খান, এমাদুল খান ও জলিল মুন্সীর অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফুলমিয়া খানের মৃত্যু হয়।