বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ি খুন

প্রকাশিতঃ ১৫ জুলাই, ২০১৬  

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ি আলেকজান খাতুনের (৭০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। আলেকজান খাতুন উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত আয়নাল শিকদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জের ধরে আলেকজান খাতুনের ছেলে জাফর শিকদারের স্ত্রী জয়নাব বেগম লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে আলেকজান গুরুতর আহত হন। পরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
images_127211সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার পর পুত্রবধূ জয়নাব বেগম পলাতক রয়েছেন।