ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা ভাগ্নের মৃত্যু, আহত ৩
প্রকাশিতঃ ১০ জুলাই, ২০১৬
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (০৯ জুলাই) বিকেলে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে আশরাফ আলী শেখ (২২) ও একই উপজেলার পুর্বসদরদী গ্রামের জাকির কাজীর ছেলে জিহাদ কাজী (১০)। জিহাদ আশরাফের বোনের ছেলে। ঈদ উপলক্ষে জিহাদ মামা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানিয়েছে, বিকেলে ট্রলারযোগে আনন্দ ভ্রমণে বের হয় আশরাফ ও তার বন্ধুরা। সঙ্গে ছিল ভাগ্নে জিহাদ। এ সময় বিলের মধ্যে দিয়ে ঝুলে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে ট্রলারে থাকা পাঁচজন বিদ্যুতস্পৃষ্ট হয়। এলাকাবাসী ও ট্রলারে থাকা অন্যরা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইন-চার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।