মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ১০ জুলাই, ২০১৬  

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার চরআড়িয়ারা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নূর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, জয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে বিজয়ী আক্তার হোসেন (প্রতীক: নৌকা) এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে রোববার দুপুরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় শরিফুলের সমর্থকরা অপরপক্ষের নূর ইসলামকে কুপিয়ে হত্যা করেন। সংঘর্ষে উভয়পক্ষের আরো চারজন আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।চেয়ারম্যান আক্তার হোসেন জানান, নির্বাচনে তার পক্ষে কাজ করায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন নূর ইসলামকে হত্যা করেছে।
2388_hottaলোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।