মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট : গ্রেফতার ১

প্রকাশিতঃ ০৯ জুলাই, ২০১৬  

পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রীর ছবি অশ্লীল বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে শেখ নাছির উদ্দিন ওরফে জাকির (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে পত্তাশী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির উপজেলার ওই গ্রামের মহারাজ শেখের ছেলে।
জাকির নিজেকে ছাত্রদল কর্মী বলে দাবি করলেও খোঁজ নিয়ে জানা যায় মাদরাসায় পড়াশুনা রত অবস্থায় ছাত্র শিবির সঙ্গে সম্পৃক্ত ছিল। ইন্দুরকানি থানা ছাত্রদলের সঙ্গে যোগাযোগ করলে জাকিরের বিষয় কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে।
greptar-sm20160608132113ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে শেখ নাছির উদ্দিন ওরফে জাকিরকে গ্রেফতার করা হয়।