চুয়াডাঙ্গায় যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ ০৯ জুলাই, ২০১৬
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার নুরনগর কলোনি পাড়ায় জান্নাতুল ফেরদৌস (২৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী মামুনসহ তার পরিবারের লোকজন।
নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার নুরনগর কলোনি পাড়ায় মামুনরে স্ত্রী।
শুক্রবার দুপুরে ১টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে মামুন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে যৌতুক বাবদ ৫০ হাজার টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসতে বলে। সে টাকা আনতে অস্বীকৃতি জানালে মামুন ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে জান্নাতুল ফেরদৌসকে পিটিয়ে হত্যা করে বসত ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।
নিহতের স্বজনরা জানান, যৌতুকের দাবিতে জান্নাতুল ফেরদৌসকে দীর্ঘদিন ধরে স্বামী মামুন ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছে। শুক্রবার দুপুরে যৌতুকের দাবিকৃত টাকা আনতে অস্বীকৃতি জানালে স্বামী মামুন ও তার পরিবারের লোকজন এ ঘটনা ঘটায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।
তবে এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী মামুন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।