বাঞ্ছারামপুর থানা পুলিশের হাত থেকে পালানো আসামি নবীনগর পুলিশের হাতে গ্রেফতার
প্রকাশিতঃ ০৮ জুলাই, ২০১৬
বিশেষ সংবাদদাতা: বাঞ্ছারামপুর থানা পুলিশের হাত থেকে পালানো আসামিকে অবশেষে নবীনগর থানা পুলিশ নবীনগরের চরগোসাইপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। ওই আসামিকে আজ ভোরে কোর্টে নিয়ে যাবার পথে লঞ্চ থেকে নদীতে ঝাপ দিলে নবীনগর থানা পুলিশের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আবারো গ্রেফতার করা হয়।
সুত্র জানায়, বাঞ্ছারামপুর থানার ছয়ফুল্লা কান্দি গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে সাজাপ প্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল ঈদের দিন রাতে তিনি বাঞ্ছারামপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হন।
আটক কৃত আসামিকে আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে হাজির করানোর উদ্দ্যেশে ঐ থানার পুলিশ রওয়ানা দিলে সাদ্দাম হোসেন সকাল আনুমানিক ৯ টার দিকে নবীনগর এলাকার মেরাতুলি নামক স্থানের তিতাস নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে এ বিষয়টি নবীনগর থানায় অবহিত করলে উক্ত থানা পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, এ বিষয়টি জানার পর সাথে সাথে ঘটনাস্থল এলাকায় পুলিশ পাঠিয়ে কয়েকঘন্টার মধ্যেই পলাতক আসামীকে থানায় হাজির করা হয়।