মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় নসিমন উল্টে নিহত ৩

প্রকাশিতঃ ০৮ জুলাই, ২০১৬  

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শ্যালোইঞ্জিন চালিত নসিমন উল্টে ৩ যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (০৮ জুলাই) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে প্রিন্স (১৮), রফিকুল হকের ছেলে সজল (১৭) ও মুকুল মণ্ডলের ছেলে ইমন (১৬)।

এছাড়া গুরুতর আহত অপর দুই যুবক হৃদয় ও রুবেলের বাড়িও একই গ্রামে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার পোড়াদহ থেকে একটি নসিমনে ৫ যুবক আলমডাঙ্গাতে যাচ্ছিলেন। নসিমনটি আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডাম্বলপুর মোড়ে পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় নসিমনটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান নসিমনের যাত্রী প্রিন্স। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মারা যান সজল ও ইমন ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।