সালথায় আ. লীগ নেতা খুন
প্রকাশিতঃ ০২ জুলাই, ২০১৬
জেলা প্রতিনিধিঃ শুক্রবার রাত ৯টার দিকে নগরকান্দা উপজেলার বিনুকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিহার উদ্দিন মাতুব্বর আওয়ামী লীগের সালথা উপজেলা কমিটির সদস্য।
নগরকান্দা থানার এসআই সুকান্ত দত্ত সাংবাদিকদের বলেন, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংসদ উপনেতার এক ইফতার মাহফিলে এসেছিলেন তিহার উদ্দিন।
“ইফতার শেষে বাড়ি ফেরার পথে বিনুকদিয়া বাজার এলাকায় গুলি করলে ও ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই নিহত হন।”
লাশ নগরকান্দা থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, “ইউপি নির্বাচনের পর নগরকান্দায় যখন শান্ত অবস্থা বিরাজ করছে ঠিক সে সময় জামায়াত-বিএনপি এই হামলা চালিয়ে শান্ত পরিস্থিতেকে অশান্ত করতে এই ঘটনা ঘটিয়েছে।”
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিএনপি কিংবা জামায়াতের কারও সঙ্গে কথা বলা যায়নি।