মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নড়াইলে প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ০২ জুলাই, ২০১৬  

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলায় হাফিজ মুন্সি (৪২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার পাংখারচর গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী দুখু মিয়া জানান, ডাকাত দল শুক্রবার রাতে প্রবাসী হাফিজ মুন্সির বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে হাফিজ মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। বাড়িতে ঘর নির্মাণ কারার জন্য হাফিজ বৃহস্পতিবার ব্যাংক থেকে তিন লাখ টাকা উঠিয়েছেলেন। এ বিষয়টি কেউ জেনে ফেলায় ডাকাতির ঘটনা ঘটতে পারে।
22লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘ডাকাতির ঘটনা, না অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে; বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’