নরসিংদীর পলাশে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ফেনসিডিলসহ মাইক্রোবাস গ্রেফতার
প্রকাশিতঃ ২০ জুন, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী: ১৭২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
পলাশ উপজেলার ভাগদী মোড় থেকে রোববার গভীররাতে মাদক ব্যবসায়ী আলী আহমেদ, মিজু আহমেদ, মোখলেছুর রহমান ও জহিরুল নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদেরকে বহনকারী মাইক্রোবাস আটক করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়ান্দা পুলিশের ওসি দোলোয়ার হোসেন সোনারবাংলা ৭১.কমকে জানান, উপ-পুলিশ পরিদর্শক রুপনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।