ফরিদপুরে ভাতিজার হাতে চাচা খুন
প্রকাশিতঃ ১৮ জুন, ২০১৬
ফরিদপুর: ফরিদপুরে সালথায় ভাতিজার বল্লমের আঘাতে মতি মাতুব্বর (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে বড় ভাই আয়নাল মাতুব্বরকে পুরাতন বাড়িতে এগিয়ে দিতে যাচ্ছিলেন মতি মাতুব্বরকে (৪০)। এ সময় মতির দূর সম্পর্কের ভাই হিরু মাতুব্বরের ছেলে পিকুল মাতুব্বর অতর্কিতে বল্লম নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন মতি। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মতিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।