যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ ১১ জুন, ২০১৬
লালমনিরহাট: জেলার আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের মুসুর দৈলজোর গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষান্ড স্বামী।
শুক্রবার (১০ জুন) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সুধাংশু রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১০ বছর আগে ওই এলাকার সুকধন রায়ের মেয়ে মুক্তা রানীর সঙ্গে বিয়ে হয় একই গ্রামের রুপ চাঁদ রায়ের ছেলে সুধাংশুর। বিয়ের সময় যৌতুক হিসেবে সুধাংশুকে দেয়া হয় তিন লক্ষ টাকা। বিয়ের পর থেকেই আরো যৌতুকের জন্য মুক্তার ওপর চলে অমানুষিক নির্যাতন। এরই মাঝে তার ঘরে আসে এক সন্তান। গত এক মাস আগে মুক্তার বাবার বাড়ি থেকে যৌতুকের আরো ২ লক্ষ টাকা আনতে বলে স্বামী সুধাংশু। কিন্তু সে টাকা আনতে রাজি না হওয়ায় শুক্রবার ভোরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে আদিতমারি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।