নরসিংদীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
প্রকাশিতঃ ০৪ জুন, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের পেছন থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম আলী হোসেন (২৫)। সে উপজেলার শিলমান্দি নতুন পাড়ার মৃত মনু মিয়ার ছেলে। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।
শনিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন সোনারবাংলা ৭১.কমকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।