ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
প্রকাশিতঃ ০৩ জুন, ২০১৬
ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন একটি ট্রাকের চালক মোশাররফ হোসেন (৫৫) ও সহকারী মো. আপেল (৪৫)। দুজনের বাড়ি নরসিংদীর বেলাব এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মধুখালীর মাঝিবাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল টিনবোঝাই একটি ট্রাক। ওই সময় নরসিংদী থেকে মাগুরা অভিমুখী হাঁস বহনকারী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে আঘাত করে। এতে চলন্ত ট্রাকের চালক মো. মোশাররফ হোসেন ও সহকারী মো. আপেল নিহত হন।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের কানাইপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. খায়রুজ্জামান জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.