বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে যৌনপল্লী থেকে ৫ কিশোরী উদ্ধার

প্রকাশিতঃ ২০ মে, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ index_125270 ফরিদপুর: জেলায় দীর্ঘ দুমাস ধরে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা ৫ কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ পতিতা পল্লীতে অভিযান চালিয়ে এসব কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় লায়লা বেগম নামের এক যৌনকর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাবের মেজর আবদুল্লাহ আল হাসানের নেতৃত্বে দল পতিতা পল্লীর বাসিন্দা লায়লা বেগমের ঘরে অভিযান চালায়।
এসময় উক্ত ঘর থেকে ১৩ থেকে ১৬ বছর বয়সী ৫ কিশোরীকে উদ্ধার করা হয়। র‌্যাবের কাছে উদ্ধার হওয়া কিশোরীরা স্বীকার করেছে, তাদের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে জোরপূর্বক পতিতা বৃত্তিতে বাধ্য করা হয়েছে।
র‌্যাব জানায়, উদ্ধার হওয়া কিশোরীদের স্থানীয় থানায় হস্তান্তর করার পর তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয়া হবে। উদ্ধার হওয়া কিশোরীরা হলো রংপুরের মুন্নি, মানিকগঞ্জের স্মৃতি, কুমিল্লার ফাতেমা আক্তার ও সুরমা।