মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আজ থেকে পরিবহনে ভাড়া না কমালে ব্যবস্থা নেয়া হবে “সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিতঃ ১৫ মে, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ মে থেকে গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন 000000000000000000_4091

তিনি বলেন, ‘প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমেছে। আজ সকাল থেকে মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করছে।’

তিনি রোববার সকালে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান। এ সময় বর্ষা মৌসুম ও রমজানের আগে মহাসড়কগুলোতে ব্যস্ততা বাড়বে সে লক্ষ্যে সকল মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ সময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মো. নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।