মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নরসিংদীতে বন্ধুর হাতে বন্ধু খুন

প্রকাশিতঃ ১০ মে, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী শহরের ব্রাহ্মনদীস্থ খালপাড় এলাকায় বন্ধুর হাতে পারভেজ মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় নুরুল আমিন নামে তার অপর সহপাঠী মারাত্মকভাবে আহত হয়েছেনিহত পারভেজ নরসিংদী আইডিয়েল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুলের টিফিন পিরিয়ডের সময় প্রতিদিনে ন্যায় পারভেজ মিয়া ও নুরুল আমিন টিফিন খেতে স্কুল থেকে বের হলে একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম ও রোমান মিয়া তাদেরকে ডেকে খালপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে আরিফুল ও রোমানসহ ৪/৫ জন মিলে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে পারভেজ ও নুরুল আমিনকে গুরুতর আহত করে খালের পানিতে ফেলে দিয়ে চলে আসে। স্থানীয় লোকের কাছে খবর পেয়ে আইডিয়েল হাইস্কুলের শিক্ষকরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পারভেজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঢাকায় নেয়ার পথে পাঁচদোনা নামক স্থানে পৌঁছলে পারভেজ মারা যায়। নুরুল আমিনকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত পারভেজ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পারভেজের পিতা সাত্তার মিয়া বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকা- ঘটিয়েছে বলে সোনারবাংলা ৭১.কমকে জানা গেছে।