মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশিতঃ ০৭ মে, ২০১৬  

download-79 নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে বজ্রপাতে নগরকান্দায় কৃষক হাফিজ তালুকদার (৪৫) ও চরভদ্রাসনে ভোট দিয়ে ফেরার পথে আমেনা বেগম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের মৃত আজিজ তালুকদারের ছেলে হাফিজ তালুকদার (৪৫) জমিতে ধান কাটতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করে। এসময় বজ্রপাতের শব্দে তিনি জমির পাশের মেশিন ঘরে আশ্রয় নেয়। এরপর মেশিন ঘরের উপর অপর একটি বজ্রপাতের আঘাতে কৃষক হাফিজ তালুকদারের মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বেলা সাড়ে ১২টার দিকে চরভদ্রাসনে ইউপি নির্বাচনে ভোট দিয়ে ফেরার পথে বজ্রপাতে আমেনা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হাজীডাঙ্গী গ্রামের ভোটার আমেনা বেগম সকালের দিকে চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।