নরসিংদীতে ভোট কেন্দ্রে সংঘর্ষে আ.লীগ সমর্থক নিহত
প্রকাশিতঃ ০৭ মে, ২০১৬
নরসিংদী: নরসিংদী সদরে ভোট কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে হোসেন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো কয়েকজন।
শনিবার বিকেল তিনটার দিকে পাড়াতলী ইউনিয়নে মধ্যনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া মধ্যনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক।
স্থানীয়রা জানায়, পাড়াতলীর মধ্যনগর প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালীন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করে। এসময় বাধা দেয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় নৌকা প্রতীকের সমর্থক হোসেন মিয়া আহত হন। পরে হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়।