কসবায় ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী চুড়ান্ত
প্রকাশিতঃ ০৭ মে, ২০১৬
নিজস্ব প্রতিবেদক : কসবা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রধান দু’দলের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন: মূলগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের মো. মঈনুল ইসলাম ও বিএনপি’র মো. মোশারফ হোসেন। মেহারী ইউনিয়নে আওয়ামীলীগের মো. আলম মিয়া ও বিএনপি’র আব্দুল আওয়াল। বাদৈর ইউনিয়নে আওয়ামীলীগের আবু জামাল খান ও বিএনপি’র রবিউল ইসলাম। বিনাউটি ইউনিয়নে আওয়ামীলীগের মো. ইকবাল হোসেন ও বিএনপি’র একেএম ফরহাদ। গোপিনাথপুর ইউনিয়নে আওয়ামীলীগের এসএসএ মান্নান ও বিএনপি’র মো. মাসুদুল হক ভূইয়া। কসবা পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগের মো. মানিক মিয়া ও বিএনপি’র মোহাম্মদ আবদুল বাকের সরকার। কাইমপুর ইউনিয়নে আওয়ামীলীগের মো. ইয়াকুব আলী ভূইয়া ও বিএনপি’র রুবেল। বায়েক ইউনিয়নে আওয়ামীলীগের আল মামুন ভূইয়া ও বিএনপি’র নাজমুল হাসান এবং খাড়েরা ইউনিয়নে বিএনপি’র মো. মিজানুর রহমান ও আওয়ামীলীগের কোন প্রার্থী নেই।