বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিতঃ ০৪ মে, ২০১৬  

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা উত্তর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম মিয়া (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সেলো মেশিনের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

নিহত শামীম ওই গ্রামের হারেজ আলীর ছেলে। সে সরকারি এমএম আলী কলেজের ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, সকালে বাড়ির পাশে সেলো মেশিন চালু করার সময় সে বিদ্যুতের তাড়ে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।