বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

প্রকাশিতঃ ২৬ এপ্রিল, ২০১৬  

টাঙ্গাইলে অভিযান চালিয়ে ৪’শ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২। সোমবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার বীরপুষিয়া নামকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
tangail-lrg20160425224144এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বীরপুষিয়া পেট্রলপাম্প এলাকা থেকে কাকুয়া গ্রামের শুকুর মাহমুদের ছেলে রফিক মিয়া (২৫) ও একই গ্রামের সামাদ সরকারের ছেলে মামুন সরকারকে (৩০) আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, চারশ` পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের পরিবহনকৃত প্রাইভেটকারটিও আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।