বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

প্রকাশিতঃ ২৪ এপ্রিল, ২০১৬  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর এলাকায় দুই মেম্বার (সদস্য) প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আটজনের নাম জানা গেছে। এরা হলেন- জজ মিয়া (৩২), মোজাম্মেল হক (১৮), আবু তালেক (৫৫), হানিফ মিয়া (২৬), মো. অলিউল্লাহ্ (৩৯), নূরজাহান বেগম (২৫), আবদুল গাফ্ফার (২২) ও সামাদ মিয়া (১৯)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার অনুষ্ঠিত হওয়া পানিশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার (সদস্য) প্রার্থী শহীদ ও লাহেছ এর সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে রোববার সকালে ওই দুই প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে Bramonbaria-1-md20160205055904 জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।