মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে আওয়ামী লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ২৪ এপ্রিল, ২০১৬  

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমানের ভাই নিহত হয়েছেন। নিহতের নাম আতিয়ার রহমান খান। এ সময় আহত হয়েছেন কমপক্ষে চারজন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর আনা হয়েছে।

মধুখালী উপজেলার বাগাট পশ্চিম পাড়ার নিহত আতিয়ার রহমানের ভাই নৌকা মার্কার প্রার্থী মতিয়ার রহমান খান জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী রহিম ফকির শনিবার রাত দশটার কিছু পরে বাগাট বাজারে আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় আমার ভাই মো. আতিয়ার রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে মধুখালী হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় হামলায় আরও আহত হয় মিঠুন নাথ, শাহাদাৎ হোসেন খান, রেজাউল করিম খান, বাবুল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনার পর পরই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে রহিম ফকিরসহ আটজনকে আটক করেছে। রাতেই ফরিদপুর পুলিশ সুপার জামিল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মধুখালী থানার ওসি রুহুল আমিন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই পুলিশকে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করতে হয়েছে। রাতেই বিএনপির প্রার্থী রহিম ফকিরসহ আটজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আটককৃতদের মধুখালী থানায় রাখা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

index_123113