বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জাল ভোটের ছবি তোলায় ৩ সাংবাদিককে মারধর

প্রকাশিতঃ ২৩ এপ্রিল, ২০১৬  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে জাল ভোটের ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।
2016_03_22_17_14_40_OEji9QsbFvxu2qt90KrLKrZkWtspQV_originalশনিবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা এ. সি একাডেমী কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে অাটক করেছে পুলিশ। তবে আটকদের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্রসাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান জাবেদ।