বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কসবা পৌরসভা নির্বাচন ২৫ মে

প্রকাশিতঃ ২১ এপ্রিল, ২০১৬  

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচন আগামী ২৫ মে। ওইদিন কসবা পৌরসভাসহ নয়টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে; স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী নির্বাচন কমিশন কসবা পৌরসভাসহ নয়টি পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।
কসবা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে; কসবা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৮ শত ৭১। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮শত ৫৩ এবং নারী ভোটার ১৩ হাজার ১৮ জন রয়েছে।
কসবা পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে; ১৯৯৯ সনের ১৭ আগস্ট কসবা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম নির্বাচন হয়েছে ২০১১ সনের ১২ জুন। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও বিলুপ্ত কসবা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ।download-68