ফেনীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবলীগ কর্মীকে গণপিটুনি
প্রকাশিতঃ ১৯ এপ্রিল, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক যুবলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামে সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রামের ছাইদুল হকের ছেলে ও স্থানীয় যুবলীগ কর্মী মোহাম্মদ হোসেন রাত ২টার দিকে একই গ্রামের হক সাহাবের ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মোহাম্মদ হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওই গৃহবধূ যুবলীগ কর্মী হোসেনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।