সংলাপ নিয়ে সরকার কোনো চিন্তা করছে না : সেতুমন্ত্রী
প্রকাশিতঃ ১৭ এপ্রিল, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ও তার দল এই মুহূর্তে সংলাপ নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পোষ্টকামুরী এলাকায় চার লেনের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গণভবনে বেগম খালেদা জিয়াকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে যদি তিনি সাড়া দিতেন এবং নির্বাচনে অংশ নিতেন তাহলে আজকে তাকে (খালেদা জিয়াকে) সংলাপ সংলাপ বলে চেঁচামেচি করতে হতো না। সরকার এবং আমাদের দল এই মুহূর্তে সংলাপের কোনো চিন্তা ভাবনা করছে না।
ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ ও মনোনয়ন বাণিজ্যে জড়িত আছেন তাদের তালিকা জননেত্রীর অফিসে দেয়া হচ্ছে। নির্বাচনের পর মন্ত্রী, এমপি, জেলা ও উপজেলা কমিটির যে নেতাই হোক না কেন তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানো হবে।ওবায়দুল কাদের জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর-থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেনে উন্নতিকরণ কাজ পুরোদমে শুরু হয়েছে। নির্ধারিত সময় ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। কাজ শেষ করতে না পারলে ঠিকাদারের কার্যদেশ বাতিল করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণাল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ, মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদিন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও চারলেন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।