মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আবারও মহাসড়কে অটোরিকশা! কেড়ে নিল মা ছেলের জীবন

প্রকাশিতঃ ১৬ এপ্রিল, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক:সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও মহাসড়কে চলছে সিএনজি চালিত অটোরিকশা। পুলিশকে ম্যানেজ করেই তারা মহাসড়কে দেখাচ্ছে দাফট। কেউ দৈনিক কেউ মাসিক ভিত্তিতে দিচ্ছে মাসোয়ারা। আর এ অটোরিকশা আবারও কেড়ে নিল সরাইলে এক মা ও তার ছেলের জীবন। গত বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস মহাসড়কের রাজামারিয়া কান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ফলে ঘটনাস্থলেই নিহত হন সদর উপজেলার সুহিলপুর গ্রামের হারুন-অর-রশিদ কলেজের লাইব্রেরিয়ান নাসরিন আক্তার (৩৫)। তিনি বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের বাসিন্দা প্রভাষক শফিকুল ইসলামের স্ত্রী।
আহত হন আরো ৩ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় নাসরিনের ছেলে রিয়াদ (১০)। আহত অপর ২ যাত্রীকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বাসটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে f51f70b4d217f7958726864886a047e3-11সোনারবাংলা৭১.কমকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।